“কিন্তু এতগুলো চিঠি কেন?” “এতগুলো কই? মাত্র বিশটা। বিশতম জন্মদিনে মাত্র বিশটা চিঠি দিয়েছি। তোমার সত্যি সত্যি প্রেমিক হলে আমি তোমায় বিশটা গোলাপ দিতাম। বাঙালি প্রেমিকেরা বেকার হয়। তাই বেশি কিছু দিতে পারার সামর্থ্য হতো না আমার। শুধুমাত্র বিশটা গোলাপ ছাড়া।” “আর স্বামী হলে?” চোখে, মুখে, কণ্ঠে মুগ্ধতা মিশিয়ে ওর দিকে তাকিয়ে আমি প্রশ্ন করি। কাব্য অকপটে বলে, “স্বামী হলে আর কি দিতাম? বিশটা বই, বিশটা লিপস্টিক, বিশটা শাড়ি, বিশ রকমের চুড়ি আর বিশটা চায়ের মগ।”
এমন একটা কাব্য তো আমিও deserve করি</3 সত্যি বলতে বইটা অনেক ভালো লেগেছে আমার। মাঝে এক বছরের মতো তোমার কোনো গল্পই পড়া হয়নি। তবে এটা পড়ে এইটুকু বলতে পারি যে তোমার লেখার ধরন আর শব্দের ব্যবহারের অনেকটাই উন্নতি হয়েছে। পড়তে পড়তে মনের একটা অংশ চাইছিল বইটা যেনো ফ্যান্টাসি genre এর হয়ে যায় আর কাব্য যেনো আসলেও ফিরে আশে তৃষ্ণার কাছে। শুধু কল্পনায় নয়,বাস্তবে। এভাবেই এগিয়ে যাও,Best of luck!
Read all reviews on the Boitoi app
ধন্যবাদ লেখিকা এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।গল্পের ভাষা, বর্ণনা, চরিত্রের উপস্থাপন সবকিছুই খুব প্রাণবন্ত আর হৃদয়স্পর্শী। তুমি যেভাবে কল্পনার সাথে বাস্তবতাকে মিলিয়ে গল্পটিকে এগিয়ে নিয়ে গেছো, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে কাব্যর বলা তোমার সত্যি সত্যি প্রেমিক হলে আমি তোমায় বিশটা গোলাপ দিতাম। তোমার লেখার ভঙ্গি খুব সহজবোধ্য হলেও তাতে গভীরতা রয়েছে, যেটা একজন পাঠক হিসেবে আমার বেশ ভালো লেগেছে। শেষটাও চমৎকার ছিল। তোমার কাছ থেকে ভবিষ্যতে আরও এমন লেখা পড়ার অপেক্ষায় রইলাম। তোমার লেখনী আরও অনেক পাঠকের মন ছুঁয়ে যাক এই কামনাই করি।
গল্পটি চমৎকার হয়েছে লেখিকা কে অনেক ধন্যবাদ এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য ❤ ইতি তোমার কাব্য . গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শেষ গল্পটি চমৎকার হয়েছে ❤ 🌹 কাব্য সাহেব এর চিঠি গুলো অনেক অনেক মনোমুগ্ধকর ❤