ইশরাক উম্মুখ হয়ে বৃষ্টি বিলাশ করা জাইমাকে দেখে। আকাশপটে দৃষ্টি মেলে তাকায়। পুনরায় জাইমার দিকে তাকায়। বুকপকেট থেকে দু'টো গোলাপ হাতে নেয়। জাইমার দিকে সে গোলাপ বাড়িয়ে দিয়ে বলে, “উইল ইউ বি মাই মিসেস?” ইশরাকের কথায় জাইমা থমকায়। মনে পড়ে সে ছোটবেলায় দেওয়া প্রস্তাব। সেখানেও বলেছিলো, “উইল ইউ বি মাই গুড ফ্রেন্ড?” ইশরাক তাকিয়ে আছে জাইমার উত্তরের আশায়। জাইমার কাছে বর্তমানে ভালোবাসার প্রিয় কথা কিংবা প্রণয়ের প্রিয়কাহন বলতে কানে ওই একটা কথাই বাজছে, সেটা হলো, “উইল ইউ বি মাই মিসেস?” জাইমার ঘোর কাটে যখন ইশরাক তার দিকে বৃষ্টির পানি ছিটা দেয়। জাইমা তাকায়। ইশরাকের হাত থেকে গোলাপ ফুল নেয়। সামনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, “হৃদয়জুড়ে প্রেম নামুক, তুমি খুঁজে নিও ঠাই। প্রণয়ের প্রিয়কাহনে লেখা থাকুক, শেষ অব্দি শুধু ‘তোমাকে চাই।’”
জাইমা আর ইশরাক অনেক প্রিয় জুটি, ওদের নিয়ে ভাবতেও ভালো লাগে। রেটিং আর কি দিবো, ওরা অনেক পছন্দের 🤍
Read all reviews on the Boitoi app
দারুন হয়েছে,২য় পরিচ্ছেদের অপেক্ষায় আছি। 💗
Khub sundor hoise
খুব সুন্দর হয়েছে আপু ২য় পরিচ্ছদ তাড়াতাড়ি দিও
সুন্দর হয়েছে। ২য় পরিচ্ছেদ তাড়াতাড়ি দিবেন।
Amar to kob Kob kob Valo lagce 🥰🥰😘😍