ক্রীতিক অরুর কথা মনে আছে? তাদের অপ্রতিরোধ্য ভালোবাসার কথা? আচ্ছা, ক্যালিফোর্নিয়াতে কেমন ছিল তাদের সংসার জীবন? ক্রীতিক কি আগের মতো উগ্র, বদমেজাজি আর রগচটা রয়ে গিয়েছিল? না-কি বদলে গিয়েছিল খানিকটা? আচ্ছা, সায়র কিভাবে বাবা হওয়ার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল? ক্রীতিক আর সায়র কি আগের মতোই মারামারি করে? নাকি ব্যস্ততম জীবনের যাঁতাকলে মলিন হয়ে গিয়েছে তাদের সকল ছেলেমানুষী? আর অনুর মিসক্যারেজ, সেটাই বা কেমন করে হলো? স্রেফ দুর্ঘটনা নাকি কোনো অপ্রত্যাশিত রহস্য? ক্রীতিকের বেপরোয়া উন্মত্ত ভালোবাসায় অরুর নাজুক হৃদয় এখনও কি আগের মতোই আন্দলিত হয়? নাকি ভালোবাসার তীব্রতায় মরচে ধরে নির্জীব হয়ে পড়েছে অষ্টাদশীর বেখেয়ালি প্রাণ? এছাড়া ক্রীতিক, সায়র, অর্ণব, এলিসা—ওদের বন্ধুত্বের বন্ধন কি আগের মতোই অটুট? নাকি ফাটল ধরেছিল কোনো অহেতুক অভিমানে? সম্পর্কগুলো কি চিরসজীব? নাকি ধুলো জমা ডায়েরির শেষ পৃষ্ঠার মতোই মুষড়ে পড়েছে প্রাণোচ্ছল হৃদয়ের সুপ্ত অভিলাষ! এই সবকিছুর উত্তর, পাশাপাশি পাঠক প্রিয় চরিত্রদের হাসি, কান্না, মান অভিমান—সবকিছুর সংমিশ্রণে থাকছে সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের এক নতুন অধ্যায়: একমুঠো সঙ্গীন প্রণয়াসক্তি।
"কি বলবো আপু! 😭🤍 এত্ত সুন্দর একটা পর্ব দিয়েছেন আপনি এইবার!এমনিতে জেকে কে ভুলতে পারছি না প্রতিদিন একবার হলেও তার কথা মনে করি আপু! আপনি ইবুক ভার্সন দিয়েছেন দেখে এত্ত খুশি হয়েছি বলার মতো না!! এইটুকু তেও মন ভরেনি আপু!! প্লীজ আবার ইবুক দিয়েন আপু বড়ো করে প্লীজ! 🥺💗আপনাকে আবার ও অসংখ্য ধন্যবাদ💌"
কি বলবো আপু! 😭🤍 এত্ত সুন্দর একটা পর্ব দিয়েছেন আপনি এইবার!এমনিতে জেকে কে ভুলতে পারছি না প্রতিদিন একবার হলেও তার কথা মনে করি আপু! আপনি ইবুক ভার্সন দিয়েছেন দেখে এত্ত খুশি হয়েছি বলার মতো না!! এইটুকু তেও মন ভরেনি আপু!! প্লীজ আবার ইবুক দিয়েন আপু বড়ো করে প্লীজ! 🥺💗আপনাকে আবার ও অসংখ্য ধন্যবাদ💌
Read all reviews on the Boitoi app
আমার প্রিয় একটা জুটি আবার ক্রাশও বলা চলে জেকে অরু মানেই ইমোশন এতো সুন্দর একটা ইবুক যেটা বলার বাইরে অরু জেকে কে পড়তে থাকলে শুধু পড়তেই ইচ্ছা করে এতো এতো সুন্দর হয়েছে
Shundor💕
জেকে" মানেই আমার কাছে অন্যরকম ইমোশন। তাকে যত পড়ি তত্ত পড়তেই ভালো লাগে
আপুর প্রতিটা গল্প হৃদয় ছুয়ে যায়।আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর করে গুছিয়ে গল্প দেওয়া জন্য।
অনেক তারাতাড়ি শেষ হয়ে গেলো ক্রিতিক আরুর গল্প শেষ হলেই মন খারাপ হয়ে যায়! ইচ্ছা করে সারাজীবন ভরে পরি। আপু নেক্সট পার্ট বের করো। এই গল্প আমার মন ছুয়ে গেছে বার বার পড়ি এটা মুখস্থ হয়ে গেছে একরকম। অন্য গল্পে মন বসেনা আমার😭
Jayan kritik ke amader majhe firiye dear jonno onk onk dhonnobad.. Ei uponnash amader emotion..❤️❤️
My life of best novel..!🫀❤️
যতবার পড়ি সঙ্গিন প্রনায়াসক্তি ততোই কেন যেন ভালো লাগে একমুঠো সঙ্গিন প্রনায়াসক্তি টা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
সুরাইয়া রাফার মতো কেউ নেই