“আর তোমাদের ওপর যদি কোনো বিপর্যয় আসে, তবে এমনটা বলবে না যে- ইশ, যদি এমনটা না করতাম, তাহলে তো আজ এমন পরিণাম ভুগতে হতো না৷ বরং বলবে, আল্লাহ (তাকদীরে) যা নির্ধারণ করে রেখেছিলেন, তা-ই হয়েছে। ‘যদি কথাটা শয়তানের দরজা খুলে দেয়৷” (মুসলিম, আস সহীহ, হাদীস: ৬৪৪১)