নতুন বউয়ের শাড়ির কোণায় লেগে থাকা সামান্য একটা দাগ। শাশুড়ির চোখে যা লজ্জা, সম্মানহানির কারণ, নববধূর কাছে তাই অমূল্য স্মৃতিচিহ্ন। অপমানের তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ মেয়েটির সামনে তখন দুটো পথ,হয় চুপ করে আরেকটি অন্যায় সয়ে যাওয়া, নয়তো নিজের সবচেয়ে পবিত্র স্মৃতি রক্ষার জন্য রুখে দাঁড়ানো। কিন্তু এই নীরব যুদ্ধের সাক্ষী হয়ে থাকা স্বামী কী করবে? মায়ের সম্মান আর স্ত্রীর আবেগের টানাপোড়েনে সে কি নীরবই থেকে যাবে? নাকি তার একটি সিদ্ধান্তই বদলে দেবে সম্পর্কের সমস্ত সমীকরণ? কাপড়ের দাগ হয়তো মোছা যায়, কিন্তু স্মৃতির দাগ? 'দাগ' শুধু একটি শাড়ির গল্প নয়, এটি আত্মসম্মান, স্মৃতি আর সম্পর্কের গভীরতা খুঁজে পাওয়ার এক মর্মস্পর্শী আখ্যান।
Read all reviews on the Boitoi app