এই গল্প এক গভীর ভালোবাসা, বিচ্ছেদ আর পুনর্মিলনের আবেগময় যাত্রা। তানভীর ও রাইয়ার প্রেম শুরু হয় ছেলেবেলায়, ভেঙে যায় এক ভুল বোঝাবুঝিতে। ছয় বছর পর তানভীর এক চিঠি পায়—রাইয়ার শেষ লেখা, যেখানে সে জানায় তাদের একটি মেয়ে হয়েছিল, যার অস্তিত্ব তানভীর জানতই না। মেয়েটি, *তানভিয়া*, মাত্র তিন বছর বয়সে মারা যায়। চিঠি থেকে শুরু হয় আত্মার টান, মাফ চাওয়া, পুরোনো জখম সারিয়ে নতুন করে একসাথে বাঁচার প্রতিশ্রুতি। তারা সিদ্ধান্ত নেয়, মেয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে প্রতি জন্মদিনে তাকে চিঠি লিখবে। সবশেষে, সেই চিঠিগুলো রেখে যায় এক লাইব্রেরিতে— যেখানে কেউ একা পড়লে বুঝবে, *ভালোবাসা কখনো শেষ হয় না।* *চিঠির শেষ লাইনে… সবসময় কেউ না কেউ থাকে।*
বইটি পড়ে দেখেন, আশা করি ভালো লাগবে
Read all reviews on the Boitoi app