‘গোধূলি লগনের প্রণয়মেলা’-য় যে প্রেমের জন্ম, তা কি কেবল কুয়াশার ন্যায় মোহিত? না কি তার বুকে জমে থাকে অভিমান, দ্বন্দ্ব, দহনে দীর্ণ দিনরাত্রির গোপন গরল? এ এমন এক গোধূলি, যেখানে দিনের ক্লান্ত রৌদ্র আর রাতের রহস্যময়তা মিলে এক অভূতপূর্ব রং মেখে দেয় ভালোবাসার ক্যানভাসে। এই কাহিনি সেই গুটি কয়েক হৃদয়ের, যারা সমবয়সী; পূর্ণতার আশায় প্রতিটা মুহূর্তে সংগ্রাম করে চলেছে। বন্ধুত্ব হতে প্রেম, প্রেম হতে সহচরী; অতঃপর প্রাণের মানুষ! সমবয়সী সম্পর্ক মানেই কি সমঝোতা সহজ? নাকি সেখানে অধিক গাঢ় প্রতিযোগিতা, মনোমালিন্য? শেষ অবধি কী ভালোবাসা টিকে তাদের মাঝে? নাকি তাদের পরিণাম হয় বিচ্ছেদের নামে? কোনটা? জানতে হলে পড়ুন —“আবার গোধূলিতে প্রণয়”— নয় শুধু প্রেমের গল্প। এ এক সুর, যেখানে প্রতিটি চরণে থাকে ভালোবাসার গোধূলিবেলা। জীবনের আলো-আঁধারিতে প্রেম কীভাবে বদলায় রূপ, তবুও থেকে যায় অনন্ত—এই তার এক অনন্য বিবরণ।
"কি বলব জানি নাহ,এই গল্পের প্রতিটা চরিত্রে আমার আবেগ ছিল,আছে আর থাকবেও।তোহফার জন্য খারাপ লাগছে,ভিষন কান্না আসছে।প্রতিটা গল্পেই ৩য় ব্যাক্তি সবচেয়ে বেশি যন্ত্রণা পায়।উৎসার খুশিতে আমিও খুশি।সবার জিবনের রঙিন গল্প, কত সুখ,কত ভালোবাসা সব অজিবন থাকুক।সত্যিই লেখিকা সুখে কাদিয়ে ফেলল আমায়।ওদের নিয়ে আবার একটা ই বুক আসুক,সেখানে তোহফার একটা পূর্ণতা আসুক।🙂"
কি বলব জানি নাহ,এই গল্পের প্রতিটা চরিত্রে আমার আবেগ ছিল,আছে আর থাকবেও।তোহফার জন্য খারাপ লাগছে,ভিষন কান্না আসছে।প্রতিটা গল্পেই ৩য় ব্যাক্তি সবচেয়ে বেশি যন্ত্রণা পায়।উৎসার খুশিতে আমিও খুশি।সবার জিবনের রঙিন গল্প, কত সুখ,কত ভালোবাসা সব অজিবন থাকুক।সত্যিই লেখিকা সুখে কাদিয়ে ফেলল আমায়।ওদের নিয়ে আবার একটা ই বুক আসুক,সেখানে তোহফার একটা পূর্ণতা আসুক।🙂
Read all reviews on the Boitoi app
বইটা খুব ভালো লাগলো। নব্য ধারার জার্নি আনন্দে ভরে তুলেছিল সাথে ওদের বন্ধুদের। কিন্তু নিবিড় এর সাথে করা অহির কাজটা খারাপ লাগছে! তোহফা কষ্ট পেলেও নিজের আত্মসম্মান বিসর্জন দেই নি। ওর জন্য একজন থাকলে ভালো হতো। আর শ্রাবণ নৌরি তো সুপার 🥺❤️🫶
ইশশশ........ এত্ত তাড়াতাড়ি গল্প শেষ কেন? মাত্র 1 ঘন্টায় সম্পূর্ণ গল্প পড়া শেষ। আর এই গল্পটায় আলাদা একটা আকর্ষণ পাই কেনো জানি, নরমালি আমি ইবুক কিনি না, বা পড়ার অভ্যাস তেমন নাই। বাট ফেসবুক এর গল্প পড়ার পর থেকে গোধূলির প্রণয়ের প্রতি আলাদা একটা টান সৃষ্টি হয়েছে......গল্পটা আসলেই অসাধারণ কিন্তু একটা আফসোস আরেকটু বড় হইলেও পারতো।
অনেক অনেক অনেক বেশি সুন্দর লিখেছেন আপু ♥️