মুক্তচিন্তা, ডরহীন বলনচলন আর দারুণ প্রতিকূলতায় নিজের পথ তৈরির অদম্য মানসিকতা রোকসানার সহজাত বৈশিষ্ট্য। ‘ফিরে পাওয়া সুখ’ উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত রোকসানার সংগ্রামী জীবন ফুটে উঠেছে। উপন্যাসের মূল চরিত্রই রোকসানা। সাম্প্রতিক সময়ে নারী চরিত্রনির্ভর উপন্যাস সহসা রচিত হয় না। উপন্যাসে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অভ্যন্তরীণ অবস্থা ও মেয়েদের কতভাবে আপোষ করে ওখানে টিকে থাকতে হয়, তার বাস্তবচিত্র তুলে ধরেছেন লেখক তার নিজস্ব ঢংয়ে, দারুণ বাক্যশৈলীর মাধ্যমে। আশা করি, সাহিত্যপ্রেমী পাঠকমহলে লেখকের অন্য গ্রন্থের মতো এটাও ব্যাপক সমাদৃত হবে।