আসন্ন সন্তানের জন্য পুতুল কিনতে গিয়ে জমিদারের একদল লেঠেলের হাতে চরমভাবে মার খেলো হাসান আলী। ফিরে দেখল কারা যেন জ্বালিয়ে দিয়েছে তার ঘর। স্ত্রী সালেহা নিখোঁজ। শূন্য ভিটায় তখনো ধিকিধিকি জ্বলছে আগুন। হাসান আলীর হৃদয়েও জ্বলে উঠল প্রতিশোধের অগ্নিশিখা। বিদেশি বেনিয়া, নীলকর, জমিদার ও মহাজনদের অত্যাচার। দাউ দাউ দাবানল। বাংলার প্রায় প্রতিটি গ্রাম ও জনপদে নীলের বিষাক্ত ছোবল। চারদিকে অনাহূত সন্ত্রাস। ভারত জুড়ে শুরু হলো প্রলয়। মুক্তির মহামন্ত্রে জেগে উঠেছে মজলুম মানুষ। চলতে লাগলো মরণপণ লড়াই। এ লড়াই বাঁচার লড়াই। মুক্তির ও স্বাধীনতার। একদিন হয়তো এ লড়াই থামবে। কিন্তু হাসান আলী কি ফিরে পাবে সালেহাকে? সালেহা এখন কোথায়? কোথায় তার শিশু সন্তান?