আমাদের অনেকের কাছে ইংরেজি বিষয়টা বেশ ভয়ঙ্কর। সবারই একটা চিন্তা, কিভাবে ইংরেজি শিখবো? কৌশল জানা থাকলে ইংরেজির অনেক কঠিন বিষয়বস্তুকে খুব সহজভাবে মাথায় ঢুকিয়ে নেওয়া যায়। পড়তেও খুব আনন্দ লাগে। এজন্য এই বইটিতে গ্রামারের প্রাথমিক আলোচনা ও পাশাপাশি গ্রামার শেখার একটি চমৎকার রোডম্যাপ দেওয়া হয়েছে।