মুখোশ পরা মানুষ আমাদের চারপাশে। অন্তরের কুৎসিত রূপ আড়াল করে ভালো মানুষের মুখোশে নিজেকে প্রকাশ করে কিছু মানুষ, তাদেরকে সহজেই চেনা যায় না! কথায় আছে— ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।’ প্রতিটি প্রতারণার গল্পের পেছনে মুখোশ পরা মানুষের যোগসাজশ থাকে। এই মুখোশের আড়ালে ভয়ঙ্কর খুনি মানুষও মানবিক ও মানবতাবাদী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলে। পাপ উপন্যাসেও এমনি কিছু মুখোশ পরা মানুষের চরিত্র ফুটে উঠেছে। গ্রামের সুন্দরী তরুণী জেসমিনের সাথে প্রেমের অভিনয় করে দুষ্ট চরিত্রের মোখলেস। সে প্রেম প্রত্যাখ্যাত হয়ে জেসমিনকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে খুন করে, অন্য শহরে এসে আশ্রয় নেয় একটি মাজারে। মূলত নিজেদের পাপকে আড়াল করার জন্যই মোখলেস ও তার বন্ধুরা মিলে মাজার তৈরি করেছিল। কর্মফলে পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব? জানতে হলে পড়তে হবে...