অচেনা এক শহরে হঠাৎ দেখা— সেখান থেকেই শুরু হয় দু’জন মানুষের গল্প। প্রথমে নিছক কাকতালীয় মনে হলেও ধীরে ধীরে সেই সম্পর্ক হয়ে ওঠে অটুট বন্ধন। কিন্তু ভালোবাসার এই পথ সহজ ছিল না। রহস্য, ষড়যন্ত্র আর অদৃশ্য ভয় তাদের বারবার আলাদা করতে চায়। কখনো চোখের জল, কখনো নীরব কষ্ট, আবার কখনো মৃত্যুর ছায়া ভর করে তাদের জীবনে। তবু দু’টি হৃদয় একে অপরকে ছাড়ে না। তারা লড়াই করে, লুকিয়ে থাকে, আবার হারিয়ে যায়— শেষে প্রমাণ করে, আসল আলো লুকিয়ে থাকে না কোনো রহস্যের সিন্দুকে, বরং তা থেকে যায় মানুষের হৃদয়ে, ভালোবাসার গভীরে। “অপূর্ণ আলো” একটি রোমান্স, রহস্য আর আবেগ মাখা গল্প—যা পড়লে ভালোবাসার শক্তিতে নতুন করে বিশ্বাস জন্মাবে।