যে কোন মানবীয় সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধাবোধ আর নিগূঢ় বিশ্বাস। এই দুটো ছাড়া বাকি সমস্ত অনুষঙ্গ একত্র করলেও সেই সম্পর্কের কোন শক্ত ভিত রচিত হয় না। সেটি হয়ে দাঁড়ায় বালির ওপর নির্মিত প্রাসাদের মতো। অর্থ, বিত্ত, প্রতিপত্তি তাকে অটল রাখতে পারে না। সম্পর্কের টানাপোড়েনে বিক্ষিপ্ত জীবন তানজিনার। বাবা-মায়ের ঠুনকো ভালোবাসার ফসল হয়ে পৃথিবীতে আসার পর জানতে পারে ভালোবাসা শুধু চাওয়া-পাওয়ার সমার্থক নয়, এর সমীকরণ একেবারেই অন্যরকম। অন্যদিকে, সব পেয়েও না পাবার হতাশায় নিমগ্ন টগবগে যুবক ত্বকী চৌধুরী। ভালোবাসার ভুল সংজ্ঞা শিখে বড় হওয়া ত্বকী তানজিনার কাছ থেকে জানতে পারে ভালোবাসার সমীকরণ আসলে কী! জানাবোঝার দোলাচলে এক টালমাটাল পরিস্থিতিতে ছিটকে পড়ে দুদিকে। পরিস্থিতি তাদের আরেকবার কাছে নিয়ে আসে। রচিত হয় নতুন এক সমীকরণ।
ভালো লাগলো। তবে একেবারে শেষের লাইনটা না থাকলেও চলতো। লাইনের একটা শব্দ, পুরো লেখার সাথে একদমই বেমানান।
Read all reviews on the Boitoi app
খুব খুব ভালো লাগলো
সুন্দর কিন্তু বিয়ের আগের কাহিনী বেশি না দিয়ে ওদের বিয়ের পরের জীবন নিয়ে বেশি ভালো লাগতো
চমৎকার! লেখিকা মোর্শেদা রুবি আপুর লিখা বরাবরই আমার পছন্দের শীর্ষে থাকে। কারণ আপুর লিখায় শালীনতা, মার্জিত ভাব সর্বদা ছড়িয়ে থাকে। অশ্লীলতা নেই, নেই কোনো লুতুপুতু প্রেম। সবমিলিয়ে দশে দশ আলহামদুলিল্লাহ। গল্পটি পড়তে সময় লেগেছে ১ ঘন্টা ২৬ মিনিট। চোখের পলকেই শেষ। আরও অনেকক্কন ধরে পড়তে ইচ্ছে করে। শান্তি লাগে। মানসিক শান্তি 🌸 জাজাকাল্লাহ! আল্লাহ তায়ালা যেন ওনার লেখালেখিতে অনেক অনেক বারাকাহ দান করুন। 💚
অনেক সুন্দর
খুব সুন্দর হয়েছে।
খুব ভালো লাগলো। অসাধারণ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতো সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন।