চাচাতো বোনের বেয়াদব, বখাটে দেবর তুরান চৌধুরীর সাথে বিয়ের কথায় চমকে উঠল দিথি। তড়িৎ গতিতে সোফা ছেড়ে উঠে দাঁড়াল, ঘর ভর্তি মানুষকে উপেক্ষা করে। বোনের বিয়ের আগে থেকে যে ছেলেকে বখাটে, বেয়াদব, অবাধ্য বলে জেনে এবং দেখে এসেছে, তাকে বিয়ে? উঁহু! কিছুতেই সম্ভব নয়। তুরানকে দিথি দেখেছিল ওর চাচাতো বোনের বিয়ের আগে। সেই প্রথম দিন থেকেই কেমন নজরে দিথিকে দেখতে থাকত তুরান। বিয়ের দিন তো অনুষ্ঠানের নানান অজুহাতে দিথির গায়েই পড়তে থাকল ছেলেটা। এরপর বোনের শ্বশুরবাড়ি কয়েকবার গেল দিথি, তখনও বিরক্ত করতে ছাড়েনি তুরান ওকে। এমনকি রাস্তাঘাটেও বেশ কয়েকবার মারামারি করতে দেখেছে ছেলেটাকে। এমন ছেলেকে কিছুতেই বিয়ে করতে রাজি হলো না। কিন্তু নিজের করা এক ভুল, আর পূর্বের এক ঘটনাকে কেন্দ্র করে মাথা নোয়াতে হয়। মানতে হয় এমন এক সিদ্ধান্ত, যা ঠেলে দেয় নীল রাত্রির আঁধারে!
২য় পার্ট কবে দিবা অপেক্ষায় আছি
Read all reviews on the Boitoi app
এই গল্প নিয়ে কি বলবো।যেটাই বলতে যাব গল্পের অংশ সব বের হয়ে যাবে।গল্পটা পড়ে আমার মিশ্র অনুভূতি।প্রথম খন্ড পড়ে মন ভরেনি।২য় খন্ডের অপেক্ষায়।২ য় খন্ড খুব তাড়াতাড়ি চাই লেখিকা আপু❤️