হুট করেই বিয়ে হয়ে গেল নূরের। তাও পাশের বাড়ির সেই ইতর ডাক্তারের সাথে, যার মুখের দিকে তাকালেই তার গা গুলিয়ে উঠত। দু’দিন আগেই শেষ হলো তার দু বছরের সম্পর্ক। যেটাকে সে ভেবেছিল জীবনভর চলবে। শোকের অন্ধকার ঘিরে ধরার আগেই আশমিন নামক ঝড় তার জীবনে তাণ্ডব নিয়ে হাজির হলো। ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নূর বুঝতে পারল, তার পৃথিবী আর আগের মতো নেই। আশমিন নিজের অধিকারের পরিসীমা বুঝিয়ে দিল কয়েক মুহূর্তেই। হুট করে ভালোবাসার মানুষটার পরিবর্তন, তারপর পরই আশমিনের তার জীবনে আচমকা আগমন। এর পিছনের রহস্য জানতে পড়ুন "আশনূর"।
কিছুই বলার নাই অস্থির ছিলো আর আশমিন ইস অলয়েস বেস্ট 🤣🤣
Read all reviews on the Boitoi app
Eto choto ken!!!
গল্পটা এত ছোট কেন! মন টাই ভরলো না! তবে নূরেএ অনুভূতি টা আরও কয়েকদিন ইম্প্রুভমেন্ট দেখালে ভালো হত! আশমিন তো সবসময় ই সেরা ❤️
আশমিন ইজ লাভ❤️ এত্তো বেশি ভাল্লাগে আশমিনকে পড়তে। সবচেয়ে বেশি ভাল্লাগে ওর আর ওর বাবার সম্পর্কটা❤️ পড়লে শুধু পড়তেই মন চায়। হাসি মজায় দারুণ সময় কাটে এদের নিয়ে। আম্মুকে পড়তে দিসি আম্মুও এতো হাসছে৷ বরাবরের মতোই সন্তুষ্ট এদেরকে পড়ে😌 এদেরকে নিয়ে আরও বই বের করো আপু🫣😭🤲🏿 যতই পড়ি ততই লোভ লাগে আরও পড়ার😩 তবে আফসোস একটাই তোমার অটোগ্রাফ ছাড়াই আশমিনকে ঘরে তুলতে হইসে😔
আমি বোধহয় সাজিয়ে বলতে পারব না।এতদিন আশমিনকে মন্ত্রী হিসেবে পেয়েছি আর নূরকে তার প্রতিদ্বন্ধী। দারুণ উপভোগ্য ছিল সেটাই।কিন্তু এটাতে আশমিনকে পেলাম ডাক্তার আর নূরকে সচেতন প্রতিবেশী হিসেবে।অসাধারণ ছিল পুরোটা।সানজিদা আপু বলেছিল,"আশমিনকে নিয়ে আমি দশ খন্ড লিখতে পারব"।আমি বলছি,আশমিনকে নিয়ে তুমি যত খন্ডই লিখবে,তত খন্ডই আমি পড়তে পারব,সংগ্রহে রাখব।আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমজাদ চৌধুরী আর আশমিনের রাশিয়া, ইউক্রেন (আপুর ভাষায়)সম্পর্ক।ইটপাটকেল যে কত মানুষের ভালোবাসা কুড়িয়েছে,কুড়ুচ্ছে। শেষে এটাই বলব,পুরোটা দারুণ ছিল।হাসতে হাসতে খিল ধরে গেছে।আর কয়েকটা লোভ জাগানিয়া লাইন দিচ্ছি, ১.মার্কেটে এর চেয়ে ভালো প্রোডাক্ট ছিল না? এসব মেয়াদোত্তীর্ণ জিনিস দিয়ে আমার জীবনটা নষ্ট করলে কেন? ২.প্রাক্তনের ঢিলের ভয়ে ভেগে যাওয়া ছেলের জন্য কেদো না তো! বিরক্ত লাগে।’ ৩.এই ছেলে ডাক্তার কিভাবে হলো তাতেও আমার ব্যাপক সন্দেহ আছে। নিশ্চিত টুকে পাশ করেছে।
আশমিন আর নুর সব সময়ই আমার অনেক প্রিয়। আর এবার তো আশমিন দূর্দান্ত ছিল। আগের সব কিছু কে ছাড়িয়ে গেছে।❤️❤️❤️
It's best book.🫶🏻🫶🏻
আশমিন মানেই আস্তো এক ভালোবাসার নাম।🖤
আশনূর 🥹🫶 তাদের খুনসুটি গুলো এত ভালো লাগে কেনো 🥹 আশমিন তো বরাবরই আমার প্রিয় চরিত্র। আশমিন আর আমজাদ চৌধুরীর সাপ-নেউলে, সম্পর্ক টা এত ভালো লাগে। আশনূর কে বারবার চাই আপু। এটুকু তে মনে ভরে নি 😔 তাদের আরও চাই 😭❤️