ইছামতী বিভূতিভূষণের সর্বশেষ এবং অন্যতম সেরা উপন্যাস। এই উপন্যাসের জন্য বিভূতিভূষণ মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন। নদীর নামে রচিত হলেও ইচ্ছামতী নদীভিত্তিক উপন্যাস নয়। মূলত বিভূতিভূষণ এ উপন্যাসে ব্রিটিশ আমলের মধ্যভাগের একটি গ্রামীণ সমাজ, পারিপার্শ্বিক ঘটনাপ্রবাহকে তুলে ধরেছেন। এর সঙ্গে অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছে আংশিক ইতিহাস। সেই ইতিহাস কিছুটা তিতুমীরের, কিছুটা ইংরেজ নীল-কুঠিয়ালদের। নানা ঘটনাবলির ভেতর দিয়ে বিভূতিভূষণ সেকালের জনজীবনকে, জনমানসকে এবং ইতিহাসের অনিবার্য পরিণতিকে এই উপন্যাসে বিধৃত করেছেন। ইছামতী উপন্যাসে একদিকে যেমন হত-দরিদ্র মানুষের ছবি আছে, তেমনি পর্ণকুঠিরে বসবাসকারী দেবোপম মানুষের কথাও আছে। ইছামতী উপন্যাসে প্রকৃতির অনুপুঙ্খ বর্ণনার পাশাপাশি নিম্নমধ্যবিত্ত বাঙালির জীবনবৈচিত্র্য ও সমকালের আর্থসামাজিক বাস্তবতাও উন্মোচিত হয়েছে সমানতালে। ইছামতী আসলে উনিশ শতকের নীল বিদ্রোহের পটভূমিতে সাধারণ মানুষের উত্থান-পতনের মর্মন্তুদ ইতিহাস।
"ইছামতী নদীকে ঘিরে আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আর তখনকার মানুষের জীবনধারা অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে এই উপন্যাসটিতে।"
খুবই ভালো
Read all reviews on the Boitoi app
ভালো লগছে
অসাধারণ একটি বই। সেই কলেজ লাইফে পড়েছিলাম।
নাইস
বইটি পড়া শুরু করেছি।।।।
Good
ভালো লাগছে বইয়ের নাম
অসাধারণ লেখা 🙏
Amazing
Good book