মেঘালী, নীলকুঞ্জ গ্রামের এক মেয়ে, সবসময় “অন্যরকম” বলে তুচ্ছ হতে থাকে। এক বয়স্ক পীরের পরামর্শে সে নিজের ভেতরের শক্তি খুঁজে বের করে। লেখাপড়ায় মন দিয়ে, গ্রামের স্কুলে শিক্ষক হয়ে সে সম্মান অর্জন করে এবং উপলব্ধি করে—আত্ম-সচেতনতা মানেই নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করা ।