ছেলেকে বিয়ে করিয়ে বৌ আনার পরপরই যতো গন্ডগোল লাগে। আনোয়ারা বেগম বুঝতে পারেন না , তাঁর কি মেয়ে দেখাতে ভুল হয়েছিল নাকি ভুলটা আগে থেকে গোড়াতেই ছিল! ছেলেকেই হয়তো ন্যায়- অন্যায়ের মানে বোঝাতে ব্যর্থ হয়েছেন তিনি। নাদিম আর নুজহাতের বিয়ের পর কিছুদিন ভালোই কেটেছিল। আনোয়ারার ছোট ছেলে নাঈম মেসে থেকেই পড়াশোনা করে। ছুটিতে ছুটিতে কয়েক দিনের জন্য বেড়াতে আসে খালি। তবে নুজহাত নিজের প্রাইভেসি নিয়ে খুব সচেতন। বিয়ের পরপর তো দু'জায়গায় ঘুরেও এলো দুজন মিলে। নাদিম ছুটি নিয়েছিল অফিস থেকে সেই অনুযায়ী। প্রথম ঘুরতে যাওয়ার আগে নাদিমই জিজ্ঞেস করেছিল আনোয়ারাকে তাদের সাথে যেতে। আনোয়ারা তখন না করে দিয়েছিল সঙ্গে সঙ্গেই। সব জায়গায় তাঁর যাওয়াটা ঠিক দেখায় না। ওদেরও তো কিছুটা সময় কাটাতে দেওয়া উচিত একসাথে! তবে তাঁর কয়েকমাস পরে আবারো ঘুরতে যাওয়ার বায়না ধরলো নুজহাত। অগত্যা নাদিমকে আবার ছুটি নিতে হলো। তবে এবার আর ওরা একা যাচ্ছে না। বরং নুজহাতের বাবা-মাও যাচ্ছে সাথে।