ঝোপের ভিতর থেকে মিসমিসে কালো রঙের একটা বিড়াল বেরিয়ে এসেছে। বিড়ালের মিয়াও-মিয়াও ডাকে তাঁর ধ্যান ভেঙেছে। তিনি বড়-বড় চোখ করে হিংস্র ভঙ্গিতে বিড়ালটার দিকে তাকালেন। অমনি তাঁর চোখের ভিতর থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে শুরু করল। সেই শিখা পৌঁছে গেল বিড়ালটার শরীরে। মুহূর্তেই বিড়ালটা জ্বলে-পুড়ে অঙ্গার হলো।