স্বাদের গল্পে ফুটে উঠেছে বাস্তবতা এবং কল্পনার স্বপ্নময় ছোঁয়া। বর্তমান সময়ে পারিবারিক সম্পর্কের অবক্ষয়, সম্পর্কের জটিলতা ও ডিভোর্সের ক্রমবর্ধমান হার আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। ‘শালিক পাখির অভিমান’ সেই সম্পর্কগুলোর দিকেই আলোকপাত করেছে। প্রতিটি গল্পে সম্পর্কের জটিলতা, ভুল বোঝাবুঝি আর মানসিক দূরত্বের পাশাপাশি ঘরের উষ্ণতা, সংসারের ইতিবাচক দিক এবং ভালোবাসার শক্তিকে তুলে ধরা হয়েছে। আধুনিকতার ছোঁয়ার পাশাপাশি বিগত সময়ের আবেগময় উপসঙ্গগুলো নতুন রূপে প্রকাশিত হয়েছে, যা অতীতের সঙ্গে বর্তমানকে জুড়ে দেয়। এই বই শুধু কিছু গল্প নয়, এটি জীবনের রঙিন ক্যানভাসে বোনা আবেগ, অনুভূতি আর সম্পর্কের মেলবন্ধন। পাঠক এখানে খুঁজে পাবেন নিজের জীবনেরই এক প্রতিচ্ছবি।