রাতে বাসায় ফিরে সারিকা একা নিজের রুমে বসে ছিল। হঠাৎ দরজার নিচ দিয়ে কিছু একটা পড়ে গেল। খুলে দেখে—লাল গোলাপের তোড়া আর একটি খাম। কৌতূহল নিয়ে চিঠিটি খুলে পড়ে— "তোমার সৌন্দর্য চোখে নয়, চুপচাপ থাকায়, হৃদয়ে যে রঙ, তা কেউ বোঝে না সহজে। দুনিয়া হাসে তোমার সরলতায়, কিন্তু কেউ জানে না, সেই সরলতার পেছনে কতো দৃঢ়তা লুকায়। আমি অপেক্ষা করবো না চাওয়ার জন্য, শুধু চাই তুমি সুখে থাকো—এটাই আমার প্রার্থনা অন্তরের।” — একজন অপরিচিত হয়েও পরিচিত পুরুষ। সারিকার চোখে জল এসে যায়। সে ভাবতে থাকে—কে পাঠাচ্ছে এসব চিঠি আর ফুল? কলেজ জীবনের সেই ছেলে? নাকি সত্যিই স্বাগত? নাকি কেউ আরেকজন, যাকে সে এখনো চেনে না?