গল্প–১ রাতে হঠাৎ ফোনে ছবি এলো—আমার ঘরের ভেতর থেকে। কিন্তু আমি তো একা থাকি! ছবিতে আমি ঘুমাচ্ছি, আর ক্যামেরাটা কেউ ধরেছিল আমার মাথার কাছে দাঁড়িয়ে। --- গল্প–২ পুরনো বাড়িতে গিয়ে দরজা খোলার শব্দ পেলাম। কেউ নেই, কিন্তু বাতাস জমাট বাঁধা। হঠাৎ আয়নায় নিজের মুখ দেখলাম, কিন্তু আয়নার ভেতরের মুখটা হাসছে। আমি তো হাসিনি! ও তখন ধীরে ধীরে হাত নেড়ে ডাক দিল। --- গল্প–৩ ট্রেনে এক বৃদ্ধা বসেছিল, সারাক্ষণ ফিসফিস করছিল। আমি কাছে গিয়ে শুনলাম, কারও নাম নিচ্ছে বারবার। চারপাশে তাকিয়ে দেখলাম, কেউ নেই। হঠাৎ সে আমার দিকে তাকাল। চোখ দুটো ফাঁকা, ভিতরে কোনো মণি নেই। বলল—“তুমিই পরের নাম।” আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কোন নাম? সে ফিসফিস করে বলল—“তোমার নাম।”