মা চিন্তা করলো গ্রামে ফিরে যাওয়ার। সেখানে একবেলা খেয়ে হলেও যদি ছেলেটাকে মানুষ করা যায়। সিকুর কানে কথাটি গেলো। সিকু তার বন্ধুদের কাছে তার মা'র কথাটি জানালো। বন্ধুরা বললো, আরে মা'রা ওমন কথা বলেই। আরে তুই ভাবিস না। চল আজ রেলগাড়ির ছাদে উঠে হাওয়া খেতে খেতে চলে যাবো বহু দূরে। চলন্ত ট্রেনের বগীর উপর উঠে ছুটলো তারা তেপান্তরে। ঢাকা ছেড়ে চলে এসেছে তারা সবুজ শ্যামল এক গাঁয়ের পথে। সিকুর মনে হতে থাকলো তার গাঁয়ের কথা। স্কুলের বন্ধুদের কথা। সেই ঝিক ঝিক রেলগাড়ি খেলার কথা। ভাবতে ভাবতে সিকু হঠাৎ ভারসাম্য হারিয়ে ট্রেনের ছাঁদ থেকে ছিটকে পড়লো নীচে।