দুর্দানা বেগমের মনে গূঢ় সন্দেহ, নিশ্চিত, কারো সাথে তার আদরের কন্যার লটঘট আছে। আর সে ছেলে নিশ্চয়ই হাড়হাভাতে, সমবয়সী গোছের কিছু হবে। তার মেয়ের মাথায় এত বুদ্ধি নেই যে জুতমতো ছেলে পটাতে পারবে। এমন ছেলের জন্য যদি তার মেয়ে আজকে সকালে এই ফাজলামো করে থাকে, তাহলে তিনি এর শেষ দেখে ছাড়বেন। তার নাম খামোখা দুর্দানা বেগম না। ইস্কুলে পড়ার সময় সবাই তাকে এক নামে চিনত—দুর্দান্ত দুর্দানা। হু। এই নাম খামোখা হয়নি। পেটের মেয়ে বলে ছাড় পেয়ে যাবে, বদমায়েশী করে এত ভালোও তিনি নন। জীবনে প্রেম-ভালোবাসাই সব না। ভালো করে বাঁচার জন্য টাকা লাগে। যখন একটা শখের জিনিস চোখের সামনে ঘুরে অথচ মাস শেষে টাকায় কুলিয়ে উঠা যায় না, তখন ভালোবাসাটা আর ভালোর জায়গায় থাকে না। অভাব থেকে মন ছোট হয়ে যায়, আর একবার মন ছোট হয়ে গেলে সেই মনে ক্রমাগত ঘৃণা জন্মাতে থাকে। এসব কতই দেখেছেন চোখের সামনে। জীবনে সুখী হতে গেলে, সুখ পেতে চাইলে সময় সময় শক্ত হতে হয়। মেয়ের সুখের জন্য তাকে কঠিন হতেই হবে। পুচকে মেয়ে ভালোবাসার কি জানে!
""মানুষ মরে নিজের কষ্টে নাম হয় অন্যের জন্য মরেছে" কতো সুন্দর লাইনটা। আরও বেশকিছু লাইন অনেক সুন্দর; বাস্তব। গল্পটায় হাস্যরসও আছে। আর সবথেকে মজার ব্যাপার নাম মোহনা😌😍🥰😄"
"মানুষ মরে নিজের কষ্টে নাম হয় অন্যের জন্য মরেছে" কতো সুন্দর লাইনটা। আরও বেশকিছু লাইন অনেক সুন্দর; বাস্তব। গল্পটায় হাস্যরসও আছে। আর সবথেকে মজার ব্যাপার নাম মোহনা😌😍🥰😄
Read all reviews on the Boitoi app