সাব্বির ভাই বড়পার ব্যর্থ প্রেমিক। লস প্রজেক্ট একেবারে। নইলে কেউ চুপচাপ প্রেমিকার বিয়ে মেনে নেয়? এলাকায় সাব্বির ভাইয়ের নিকনেম ‘টিউশন সাব্বির’। বয়স ৩২ হয়ে গেছে, চাকরি-বাকরির নাম নেই। আসলে চাকরি হলেও সাব্বির ভাই করে না; চাকরি করা মানে অন্যের গোলাম হয়ে থাকা। একটা জীবন গোলামের জীবন হয়ে কাটবে, সেটাই মানতে পারেন না সাব্বির ভাই। এরচেয়ে টিউশনি, কোচিংয়ে স্বাধীন থাকা যায়। কিন্তু বিয়ের বাজারে কনে পক্ষের কাছে স্বাধীন মানুষের চেয়ে হাই কোয়ালিটির গোলামের দাম বেশি।