স্থান-কাল-পাত্রভেদে কিছু মানুষ অথবা কল্পনার ওপরে রক্ত-মাংস জুড়ে দিয়ে দেশ-বিদেশের পটভূমিতে পাঁচফোড়নের মতো পাঁচমিশেলি গল্প লিখেছি। সবগুলো গল্পের নায়ক একজনই—যিনি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। বর্তমানে তিনি জাতিসংঘে চাকরি করেন এবং ছুটিতে বা কাজের প্রয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। কখনো কারও সাথে তিনি জড়িয়ে পড়েন বন্ধুতার অমৃত বন্ধনে, কারও সাথে ঘটে যৌনতা, আবার কেউবা একবুক ভালোবাসা নিয়ে অস্তিত্বের পুরোটা জুড়ে বিরাজমান। মানুষের জীবনের কামনা, ইচ্ছে, ভালোবাসা এবং অন্যান্য রিপুনির্ভর পাঁচটা গল্প নিয়ে এই বইয়ের গল্পগুলো সাজানো হয়েছে। আশা করি ভালো লাগবে।