[সতর্কতা: গল্পের প্রয়োজনে প্রাপ্তমনস্ক দৃশ্য ও সংলাপ রাখতে হয়েছে, এমনকি যৎসামান্য ভায়োলেন্স আছে। তাই বুঝেশুনে পড়ার অনুরোধ রইলো।] প্রাণপ্রিয় স্যারের একটা নোংরা রূপ আছে— এটা জানার পর একপ্রকার পাগল হয়ে গিয়েছিল মেয়েটা। পাঞ্চিং ব্যাগে খালি হাতে ক্রমাগত ঘুষি দিতে গিয়ে কত দিন নিজের হাত রক্তাক্ত করেছে, তার কোনো ইয়ত্তা নেই; কিন্তু তিক্ত সত্য অস্বীকার করার মতো পরিস্থিতি তো মানুষটা ওকে দেয়নি। উপায় না পেয়ে তাই আজ এই পরিত্যক্ত বন্ধ ঘরে স্যারকে তুলে আনলো। চেয়ারের সাথে বেঁধে রেখে বেদম পিটিয়ে মনের জ্বালা মেটাতে চাইলো, কিন্তু বুকের আগুন নেভার বদলে শুধু দাউদাউ করে জ্বলছে; প্রতিশোধের নেশা তেইশ বছরের যুবতীকে উন্মাদ করে তুলেছে।