মা–বাবার বিচ্ছেদের মধ্যে বড়ো হওয়া তরী। খুব ছোটবেলাতেই তাকেই অপশন দেওয়া হয়েছিল—বিলাসিতা কিংবা মায়ের সঙ্গ। বিলাসিতাকে বুড়ো আঙুল দেখিয়ে তরী বেছে নিয়েছিল মায়ের সঙ্গকে। অথচ সেখানে তার দিন কাটতে থাকে নিঃসঙ্গতা ও বারান্দার পাশে বসবাস করা পাখিদের সঙ্গে কথা বলে। সময়ের পালাক্রমে তার এই নিঃসঙ্গ জীবনে ধরা দেয় দুজন পুরুষ—শুভ্র ও শাহরিয়ার। একজন তার ভার্সিটির সিনিয়র, অন্যজন ভার্সিটির টিচার। ছেলেবেলায় যেমন বাবা–মায়ের মাঝে অপশন মিলেছিল, ভাগ্যের খেলায় নিজের জীবনসঙ্গী নির্বাচনেও যুবতীকে অপশনের মুখোমুখি পড়তে হলো। যেখানে দুজনেই ঠিক, সেখানে জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নেবে তরী? শুভ্র, নাকি শাহরিয়ার? এ যেন এক দ্বিধার তরী। ঠাঁই মেলে, তবু মেলে না ঠাঁই।
"গল্পটা সত্যিই অসাধারণ। আপুর লেখা প্রতিটি গল্পই সুন্দর ও অসাধারণ হয়। বরাবরের মতোই এই গল্পটাও অসাধারণ ও সুন্দর। তবে, গল্পের কাহিনি গুলোতে তেমন একটা ফিল পেলাম না। সাধারণ কিছু কাহিনি দিয়ে গল্পটা সাজানো হয়েছে।আপু চাইলে এগুলা রিয়েল+কল্পনা দিয়ে আরও সুন্দর করে সাজিয়ে লিখতে পারতেন। সবশেষে বলতেই হয়,গল্পটা সত্যিই অনেক সুন্দর আর অসাধারণ। ধন্যবাদ আপু আমাদেরকে এতো সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য। এগিয়ে যাও বহুদূরে। দোয়া রইল। 💝"
গল্পটা সত্যিই অসাধারণ। আপুর লেখা প্রতিটি গল্পই সুন্দর ও অসাধারণ হয়। বরাবরের মতোই এই গল্পটাও অসাধারণ ও সুন্দর। তবে, গল্পের কাহিনি গুলোতে তেমন একটা ফিল পেলাম না। সাধারণ কিছু কাহিনি দিয়ে গল্পটা সাজানো হয়েছে।আপু চাইলে এগুলা রিয়েল+কল্পনা দিয়ে আরও সুন্দর করে সাজিয়ে লিখতে পারতেন। সবশেষে বলতেই হয়,গল্পটা সত্যিই অনেক সুন্দর আর অসাধারণ। ধন্যবাদ আপু আমাদেরকে এতো সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য। এগিয়ে যাও বহুদূরে। দোয়া রইল। 💝
Read all reviews on the Boitoi app
The story was nice and read the 2nd part as well. Nayok ar naikar chemistry valo silo.
দারুণ গল্প
গল্পটা ভালো। পরের অংশ কবে আসবে?
অসম্ভব সুন্দর, শেষ পর্বের অপেক্ষায় রইলাম
শাহরিয়ার আহসান নামটা শুনে প্রথমে মনে হয়েছিল অনেক গম্ভীর হবে হয়তো তবে সে ততোটাও গম্ভীর নয়, তবে ঠান্ডা মস্তিষ্কের একজন মানুষ। শুভ্র তরীর বন্ধুত্বটা ভালো ছিল। শাহরিয়ারকে নিয়ে তরীর দ্বিধা, অনুভূতি, ভালোবাসা তো সত্যি ছিল, কিন্তু শাহরিয়ার সে কি সত্যিই ভালোবেসেছে তরীকে? ঘটনার পরিক্রমায় শুভ্র এবং তরী দুজনের জীবনেই ভিলেনের মতো আগমণ ঘটল তার। গল্পটায় যেন রহস্যের জাল ছড়িয়ে দিল। লেখিকা আপু গল্পের প্লট সুন্দরভাবে সাজিয়েছে। আপুর গল্পগুলোতে ছোট খাটো বেশ টুইস্ট থাকে এজন্য পড়তে ভালো লাগে। এই গল্পটাও অনেক ভালো লেগেছে।
এত্ত সুন্দর গল্পটা 🥹 টিচার স্টুডেন্ট লাভ স্টোরি ❤️🥹
গল্পটা এক কথা অমায়িক ছিল।এতো সুন্দর করে আপু প্রতিটা গল্প লিখে গল্পের মাঝে হারিয়ে যাই। যাইহোক তরী সাথে যেনো খারাপ কিছু না হয়, শাহরিয়া আর তরী মিল চাই আপু,,,তরী জন্য খারাপ লাগছে 😔 শাহরিয়া কি তরীকে ঠকাবে💔