আমি একটা বিনাশী টিন এজ পার করে এলাম, যে কিনা আমার বিনাশ আনতে পারেনি। অথচ অবিনাশী তারুণ্যে এসে এমন ধরা খেলাম ঠিক কী করে? সবই তো ঠিক ছিল। আমি আমার মতো ভালোই ছিলাম। এমনটা কেন হতে গেল? কেন? আমি ভেবেছিলাম, বিয়ে করার হলে করব, সংসার, বাচ্চা সবই হবে। ভালোবাসা টাসা হওয়ার দরকার নেই। ওটা হলেই সব শেষ। এখন যে আমি বিয়ের আগেই ভালোবাসার পথে হাঁটছি, আমার তো মনে হচ্ছে, আমি আর কারো কথা চিন্তাই করতে পারব না বিয়ের জন্য। সংসার, বাচ্চা এসব আর কারো সাথেই করা হবে না। আমি পারবই না! একদমই পারব না! ওহ্, এখন আবার চোখ ভিজে আসছে। কেন? কেন?
"এত সুন্দর একটা লেখা,পড়েই মনটা ভালো হয়ে গেলো।শেষ দিকে যেয়ে তো চোখে পানি এসে পরসিলো🙂 এত সুন্দর লেখ তুমি,সৃষ্টিকর্তা তোমার জীবন আনন্দে ভরিয়ে তুলুক❤️"
সাধারণের মাঝে অসাধারন একটা গল্প। একদম মন ছুয়ে গেছে।
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর কিন্তু গল্পটা আরেকটু বড় হলে ভালো হতো আরো পড়তে মন চাচ্ছে ❤️
অসম্ভব সুন্দর হয়েছে😍।অনেক শান্তি পেয়েছি পড়ে।কোন বাড়তি নাই,নাই কোন কমতি।একদম পারফেক্ট হয়েছে।শেষের আমার চোখ দিয়ে পানি পড়ছিল। এত কষ্ট হচ্ছিল আনমনার জন্য।শেষটা মনের মতো হয়েছে প্রিয় লেখিকা আপু।🥰
ছিমছাম মিষ্টি একটা গল্প, বেশ ভালো লেগেছে।
খুব সুন্দর এবং রুচিশীল গল্প
ভালো লেগেছে❤️
onek sundor chilo.
এত সুন্দর একটা লেখা,পড়েই মনটা ভালো হয়ে গেলো।শেষ দিকে যেয়ে তো চোখে পানি এসে পরসিলো🙂 এত সুন্দর লেখ তুমি,সৃষ্টিকর্তা তোমার জীবন আনন্দে ভরিয়ে তুলুক❤️
অদ্ভুত সুন্দর। একদম অন্যরকম গল্প। ছোট একটা গল্প তারপরও তার রেশ থেকে যায়। আনমনা নাওশাদ দুইজনকে দারুণ লেগেছে। আহারে আমিও আনমনার মতো নাওশাদকে বিবাহিত ভেবেছি। এককথায় অসাধারণ হয়েছে।
ছোট্টো একটা গল্প, খুবই সাধারণ কিন্তু এত মিষ্টি আর স্নিগ্ধ যে পড়েই মনটা ভালো হয়ে গেলো।