অতীতের আঙিনায় লুকিয়ে আছে এক অসমাপ্ত প্রেমকথা—"ধূসর প্রহর"। যেখানে ভালোবাসা মিশেছে রহস্যের ধূসর আবরণে। বর্তমানের পথে হঠাৎ সেই অতীত ফিরে আসে, উন্মোচন করে একের পর এক গোপন স্মৃতি, অজানা সত্য আর গভীর আবেগ। ভালোবাসা, হারানো সময় আর লুকানো রহস্যের এই গল্পে প্রতিটি মুহূর্তে জড়িয়ে থাকে মিষ্টি রোমান্সে ভরা পুরনো ধূসর প্রহরের প্রেম কাহিনি।
"আমার সবচেয়ে পছন্দের একজন লেখিকা (জুনাইয়া জিনু),,, তার লেখা প্রতিটা গল্পই আমার মন ছুয়েছে,,, আর এই ইবুক টার কথা কি আর বলবো অসম্ভব সুন্দর একটা লাভস্ট্ররি,,,ইবুক টা আমার এতো ভালো লেগেছে বলে বুঝাতে পারবো না,,, অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর একটা ইবুক গিফট করার জন্য,,, আশা করি তুমি আমাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর তোমার লেখা ইবুক আনবে,,,☺️ (জুনাইয়া জিনু) আপু,, ওয়ালদাবেস্ট,,,তুমি এভাবেই এগিয়ে যাও আমরা সব সময়ই তোমার পাশে আছি ইনশাআল্লাহ,,,,"
❤️❤️❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
ধূসর এর বয়স ২২ হলে, রেজার বয়স ২৪ হয় কেমনে।বেডা মানুষ এভাবে কাঁদে নাকি। রেজা ধূসরকে মার্ডার করার চেষ্টার পরে কী হয়েছিল তাদের সাথে। গল্পটা সুন্দর ছিলো।
আমার সবচেয়ে পছন্দের একজন লেখিকা (জুনাইয়া জিনু),,, তার লেখা প্রতিটা গল্পই আমার মন ছুয়েছে,,, আর এই ইবুক টার কথা কি আর বলবো অসম্ভব সুন্দর একটা লাভস্ট্ররি,,,ইবুক টা আমার এতো ভালো লেগেছে বলে বুঝাতে পারবো না,,, অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর একটা ইবুক গিফট করার জন্য,,, আশা করি তুমি আমাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর তোমার লেখা ইবুক আনবে,,,☺️ (জুনাইয়া জিনু) আপু,, ওয়ালদাবেস্ট,,,তুমি এভাবেই এগিয়ে যাও আমরা সব সময়ই তোমার পাশে আছি ইনশাআল্লাহ,,,,
এই বইটির প্রতিটি শব্দ মানুষের ভেতরের একাকিত্ব, ভাঙচুর, প্রেম-বিরহের টানাপোড়েন শেষে দূজনের পূর্ণতাকে গভির ভাবে ফুটিয়ে তুলেছে।চরিত্র গুলোর কথোপকথন, নিস্তব্ধ মুহূর্ত, রোমান্টিকতা কিংবা প্রহর গোনার দৃশ্য গুলো বাস্তব ও সুস্পষ্ট,,,🥰 ধুসর-প্রহরের অপেক্ষা 🥰 বইটা অসম্ভব সুন্দর। """I 💜U""" Zunaiya zinu🌹
ভাই ইবুক নিয়ে আমার কিছু বলার নাই " এতো এতো সুন্দর হয়ছে বলার বাহিরে বেস্ট থেকে বেস্ট এটা। সম্পূর্ণ বলা কাহিনি। অসম্ভব সুন্দর একটা গল্প। জিনু আপু বোইন তুমি কি গল্প লেখছো পুরো বাজি মাত করে ফেলছো। বেস্ট এর উপরে বেস্ট বেস্ট এটা। আর তোমার কথা আর কি বলবো। তোমাকে নিয়ে বলা শুরু করলে শেষ হবে না। জিবনের ফাস্ট আমি এমন কোনো লেখিকা দেখলাম। সব লেখিকা কেমন জানি না বাট আমি তোমার সাথে পারসোনালি কথা বলছি। কিছু টা হলেও তোমার সম্পর্কে আমি জানি! একটা নিরহংকারী একটা মানুষ তুমি। তোমাকে নিয়ে তোমার মা বাবার গর্ব করা উচিত এতো ভালো মনের একজন মানুষ তুমি মাশাআল্লাহ । তোমাকে দেখে অবাক ছাড়া আর কিছুই হই না আমি তুমি আমার চোখে দেখা বেস্ট লেখিকা মন থেকে বলছি আপু। ইউ আর এ বেস্ট লাভ ইউ আপু 💖💝🌷
আমার পড়া কিছু ই-বুক এর মধ্যে এইটা একটা বেস্ট ই-বুক। এক কথায় জাস্ট অসাধারণ। অনেক অপেক্ষার পর অবশেষে পড়লাম। ধূসর +প্রহর এর জুটি টা বেস্ট ছিল।আর আমাদের জিনু আপু মানে নতুন কিছু।
অনেক অনেক সুন্দর হয়েছে আমার জীবনের প্রথম এ বুকে এটা অনেক সুন্দর 🥰🥰🥰
ইবুক নিয়ে বলতে গেলে বলা শেষ হবে না , সত্যি এতো সুন্দর হইসে বলতে গেলে ধূসর এর প্রেমে পড়ে গেছি,, ধন্যবাদ জিনু আপুকে তার পাঠকদের এতো সুন্দর একটা রোমান্টিক গল্প উপহার দেওয়ার জন্য ....
কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না।তবে গল্পটা এতো সুন্দর কি বলবো।আমি তো ধূসর আর প্রহরের ভালোবাসায় মুগ্ধ। নায়কতো এমনই হওয়া দরকার, বউকে অজ্ঞান অবস্থায় ও কোন রকম ছাড় দেওয়া যাবে না🙈🙈।তবে বেশি ভালো লেগেছে, প্রহরের বাসায় বিয়ের আগে ঘরের মধ্যের কাহিনিটুকু😍🥰 আর জুনাইয়া আপুর লেখা এক কথায় অসাধারণ 😍😍 আবারও পছন্দের তালিকায় ধূসর রায়হান যুক্ত হলো🙈❤️ ক্রাস খেয়েছি নায়কের উপর😍
এতো সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য তোমাক অনেক ধন্যবাদ আপু