একজন পূর্ণবয়স্ক পুরুষ চেনেন অন্য একজন পূর্ণবয়স্ক পুরুষের চোখের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ। আপাতদৃষ্টিতে যে কেউ বলবে, নিষ্পাপ স্নেহময় দৃষ্টিতে তাকিয়ে মায়িনুল মজুমদার নিজের পুরুষালী শক্ত দু'বাহুতে জড়িয়ে ম্যানিলাকে নিয়ে ড্যান্স ফ্লোরে নাচছেন। দু'জনের নাচের স্টেপ এতটাই মনোমুগ্ধকর নির্মোহ যে, বিয়েতে উপস্থিত হাজার অতিথিদের চোখের শান্তি হয়ে ঝরছে এ দৃশ্য। ভালো লাগে না, একদম ভালো লাগে না এ দৃশ্য, এ নাচ, ওয়েডিং রিসিপশনের কনভেনশন হলে মাত্রই প্রবেশ করা এক অতিথির। সে ঋজু ভঙ্গিতে লম্বা পদক্ষেপে এগিয়ে যায় ড্যান্স ফ্লোর লক্ষ্য করে। ম্যানিলা সবেই আঠারো পেরুনো ছোট্ট একটি মেয়ে। মানুষের চোখের ভাষা পড়তে শেখেনি ঠিক করে। মানুষকে বিশ্বাস করা ম্যানিলার স্বভাবের দুর্বল দিক। তবে সে কখনও ঠকেনি। মা-বাবা এক দাদী নিয়ে ম্যানিলার ছোট্ট একটা আটপৌরে জগৎ। যেখানে রঙের চাকচিক্য জৌলুশ নেই। রফিক সাহেবের মনে হলো, সুকন্যার বিয়েতে ম্যানিলাকে আসার অনুমতি দিয়ে ভালো করেনি সে। চাঁদ আকাশে সুন্দর। চাঁদের মাটিতে হাঁটতে যাওয়া দুঃসাহস। পৃথিবীর স্বাভাবিক নিয়মে বেঁচে থাকা মানুষ, বাঁচে না চাঁদের পৃথিবীতে। ওয়েডিং রিসিপশনের এই কনভেনশন হল যেন একটি চাঁদের চেয়ে কম নয়। রফিক সাহেবের ভীষণ অস্বস্তি হচ্ছে এখানে এসে।
"অসম্ভব সুন্দর আর দারুণ একটি ডিটেকটিভ ই-বুক #ম্যানিলা_হাউজ।। যে সকল পাঠক রহস্যময় প্রেম কাহিনি পছন্দ করেন, এটি নিঃসন্দেহে তাদের জন্য ❤️❤️❤️। বইটির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ম্যানিলা... আর তাকে ঘিরেই সকল কাহিনিসহ অন্যান্য চরিত্রকে জানতে বইটি শ্রীঘ্রই সংগ্রহ করুন,পড়া শুরু করুন আর উপভোগ করুন দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতার। ***ই-বুক মেলাও কিন্তু শেষ পর্যায়ে!! তাই বইটিকে তাড়াতাড়ি নিজের করে নিন। হ্যাপি রিডিং টু অল রিডার্স ❣️"
অসম্ভব সুন্দর আর দারুণ একটি ডিটেকটিভ ই-বুক #ম্যানিলা_হাউজ।। যে সকল পাঠক রহস্যময় প্রেম কাহিনি পছন্দ করেন, এটি নিঃসন্দেহে তাদের জন্য ❤️❤️❤️। বইটির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ম্যানিলা... আর তাকে ঘিরেই সকল কাহিনিসহ অন্যান্য চরিত্রকে জানতে বইটি শ্রীঘ্রই সংগ্রহ করুন,পড়া শুরু করুন আর উপভোগ করুন দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতার। ***ই-বুক মেলাও কিন্তু শেষ পর্যায়ে!! তাই বইটিকে তাড়াতাড়ি নিজের করে নিন। হ্যাপি রিডিং টু অল রিডার্স ❣️
Read all reviews on the Boitoi app
এক বসায় পড়া শেষ করে আবার একটু একটু করে পড়লাম ♥️♥️♥️♥️ চমৎকার অনুভূতি ♥️♥️♥️♥️
এই প্রথম কিনেই পড়া শেষ একটানে। রোলার কোস্টার রাইড করলাম কিন্তু শেষ হয়নি, আরও কত কি যেন বাকি রয়ে গেল। নাম না জানা রহস্যের জটেও প্রেমের গন্ধ এই অনুভূতি শেষ হবার না। সবার আসা যাওয়ার মাঝে কে থাকলো কে হারালো আর কাকে খোঁজার রাস্তা কোথায় মিলবে সবটাই অজানায়।রাত শেষে দারুণ সকাল কাটলো ম্যানিলা হাউজে।
বইটি কিনে, এক নিঃশাসে পড়া শেষ। ভাষা নেই অনুভূতি প্রকাশের। অসাধারণ, দারুণ, থ্রিলিং আর কি বলব!!! আমার শব্দ ভান্ডারে আর কোন শব্দ নেই একে বিশেষায়িত করার। মাহমুদা সুলতানা একা আপনি এটা কি লিখেছেন, নেক্সট পার্টের জন্য যেন বেশিদিন অপেক্ষা করাবেন না। অনেক ভালোবাসা ❤️।
এক নিঃশ্বাসে পড়ার মতো একটা বই এটা। অনেক গুলা প্রিয় চরিত্র উঠে এসেছে এখানে। কে নেই সেটা বলা মুশকিল। তবে শেষ হয়েও হইলো না শেষ। রিহান ম্যানিলাকে জানতে ম্যানিলা হাউজ পড়ুন। অসম্ভব ভালো লেগেছে একাপা। এক বসায় শেষ করার মতো।
মা শা আল্লাহ্!!! উফ্! দারুণ!দারুণ! অসম্ভব সুন্দর ও ধাঁরালো একটি থ্রিলার উপন্যাস। যাঁর প্রতিটি ভাঁজে ভাঁজেই রহস্য ছিল। প্রচুর রোমাঞ্চকর অনুভূতি দিয়েছে। মনে হচ্ছে, অনেক দিন পর একটি পরিণত থ্রিলার উপন্যাস পড়লাম....। শুরু থেকে শেষ পর্যন্ত একদম বুঁদ হয়ে ছিলাম। কখন শেষ হয়েছে বুঝতেই পারিনি।তৃষ্ণা যেন মেটেই নি..! ইশ্! শেষ হয়ে গেল!! কখনো শিহরিত হয়েছি, আবার কখনো নিজেই ডিটেকটিভ হয়ে চিন্তা করেছি, এখন কি হবে? আর রোমান্টিকতা তো আছেই...! লেখার ধরণ মারাত্বক সুন্দর হয়েছে। মস্তিষ্ক ঠান্ডা করা একটি উপন্যাস ___!!!
ও আল্লাহ আমার মন খুশি হয়ে গিয়েছে।যতোক্ষণ পড়লাম ভয়ে ভয়ে পড়লাম।শেষ হয়েও যেনো হলো না।এখনো বুক ধুকপুক করছে