“রানীমহল”—নামটা শুনলেই কেমন যেন ভুতুড়ে এক অনুভূতি জাগে, তাই না? কিন্তু আদতে রানীমহল একটি সামাজিক ও রোমান্টিক উপন্যাস। রানীমহল নামের বাড়িটিতে বসবাস করা মানুষদের জীবনের ছোট-বড় সুখ-দুঃখের কাহিনি নিয়েই সাজানো হয়েছে এই উপন্যাস। এ বাড়ির নামের পেছনেও আছে এক ইতিহাস। যেমন শাহজাহান তাঁর প্রিয় মমতাজ বেগমের প্রেমে পাগল হয়ে গড়ে তুলেছিলেন তাজমহল, তেমনি এনায়েত কাজীও তাঁর স্ত্রীকে ভালোবেসে নির্মাণ করেছিলেন রানীমহল। কিন্তু এই গল্পের অন্তরালে রয়েছে এক অজানা সত্য—এনায়েত কাজী আসলে তাঁর রানীর ওপর অকথ্য নির্যাতন চালাতেন। তবুও নিজের নিষ্ঠুরতাকে ভালোবাসার মোড়কে ঢেকে দিয়ে তিনি বানিয়েছিলেন রানীমহল। তারপর থেকে প্রজন্মের পর প্রজন্ম এ বাড়িতে বসবাস করেছে, লিখে গেছে নিজেদের জীবনের নতুন নতুন অধ্যায়। অতীতের ছায়া আর বর্তমানের বাস্তবতা মিশে গেছে রানীমহলের দেয়ালে-দেয়ালে। এই সব গল্পেরই সমষ্টি—রানীমহল।