কোটিপতি বাবার একমাত্র মেয়ের বিয়ে হয়ে যায় বাবার বন্ধুর ছেলের সাথে, অথচ মেয়েটির একটা প্রেজেন্ট বয়ফ্রেন্ড রয়েছে। বিবাহিত জীবনকে মানিয়ে নেওয়া তো দূরে, গ্রামীণ পরিবেশ আর পরিবারের সকলের নীরবতা, নায়িকা প্রাপ্তির প্রতি সম্মান ও শ্রদ্ধা এসব দেখে সে যেন আরো বিগড়ে যায়। সংসারের উথাল-পাতাল সে না বুঝলেও একটুকু আঁচ করে নেয়, সুখ মানে সবার সাথে মানিয়ে চলা। কিন্তু বাদ সাদে তার পূর্বের আচরণ দেখে অতিষ্ঠ হয়ে যাওয়া স্বামীর ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তটা। প্রাপ্তির জন্মদিনের দিন তার স্বামী শাহরিয়ার তাকে ডিভোর্স লেটার উপহার দিলে, সে রাতের অন্ধকারে কাউকে না বলে ডিভোর্স লেটারে সাইন না করে বাড়ি থেকে চলে যায় একটা বৃদ্ধাশ্রমে। সময়ের পরিক্রমায় কিংবা ভাগ্যের টানে ৪ বছর পর একইভাবে তার জন্মদিনে শশুরবাড়ির লোকরা তার খোঁজ পেয়ে তাকে ফিরিয়ে নিতে গেলে সে অনুভব করতে পারে, নারীর জীবনে স্বামীর স্থানটা আসলে কতখানি। প্রচ্ছদ: (যেহেতু এখানে একটি একান্তবর্তী পরিবার, তাই ডিপে আংশিক বাবা, মা, বড় ভাই, বোন, ভাবি এমন কিছু মুখের ছাপ আর কভারের ফ্রন্টে একজন মেয়ে আর তার স্বামীর ছবি হলে ভালো হবে। মেয়েটি শাড়ি পড়া, চুল বেণী করা, বরের গায়ে কালো শার্ট।
Read all reviews on the Boitoi app