নিঃশব্দ ঢেউয়ের মাঝখানে, দাঁড়িয়ে রহস্যময় দ্বীপ, আলো-অন্ধকারের খেলায় ঢাকা, লুকিয়ে আছে ভয়ানক সীফ। পাঁচজন তরুণ অভিযাত্রী, সাহস নিয়ে পাড়ি দেয়, গভীর জঙ্গলে, ছায়ার ভেতর, অজানা কাহিনী বয়ে যায়। হাবিবের বুদ্ধি, তানভীরের শক্তি, জুবায়েরের কৌতূহল, আব্দুল্লাহর দৃঢ় দৃষ্টি। নাদিয়া—দ্বীপের রহস্যের চাবি, তার চোখে লুকিয়ে আছে অজানা ছবি। রাতের অন্ধকারে শোনায় ভৌতিক সুর, কখনও হাসি, কখনও কান্না—কোথাও নেই নিরাপদ ঘুর। দ্বীপের প্রতিটি গাছ, প্রতিটি ছায়া, বলছে লুকানো অতীতের ভয়ংকর মায়া। যত গভীরে যাবে, ততই বাড়বে রহস্যের বাঁধন, কোথাও আছে উত্তর, কোথাও মৃত্যু, কোথাও ভাঙবে বন্ধন। শেষে কে বাঁচবে, কে হারাবে আলো— দ্বীপের বুকেই আছে তার কালো।
Op ♥️♥️♥️♥️♥️♥️♥️
Read all reviews on the Boitoi app
হাবিবুর রহমান কে ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর বই উপহার দেওয়ার জন্য। গল্পটির পরের পর্ব চাই দ্রুত ❤️🩹❤️🩹