এই গল্পে হোয়াইট হাউজ খ্যাত একটা বাড়ি আছে। যে বাড়িতে বাস করে একজন বিদেশিনীদের মতো দেখতে সুন্দরী রমনী ও একজন গড়পড়তা ব্যবসায়ী পুরুষ। এই দম্পতির একমাত্র পুত্র দিলশান দস্তগীর রিয়াদ। পেশায় ডাক্তার। অতিশয় শান্ত, ধৈর্যশীল এ তরুণের নিস্তরঙ্গ জীবনে হুট করেই আগমন ঘটে চঞ্চলা শোভার, যে মেয়েটির স্বপ্ন কুখ্যাত ডাকাত হওয়ার। পথেই তাদের সাক্ষাৎ। কিন্তু সেই সাক্ষাৎ দিলশানের শান্ত জীবনে আলোড়ন তুলেছিল, আতশবাজির মতো চমকে দেওয়া মেয়েটার কবলে হারিয়ে বসেছিল গতিপথ। 'যেতে যেতে পথে' একটা নির্ভেজাল পুরুষ ও দুর্নিবার মেয়ের পথযাত্রার গল্প। যে যাত্রার বাঁকে রয়েছে দস্যি প্রেম, রয়েছে স্মৃতির রোমাঞ্চ ও মন ডাকাতির গল্প।
"এই গল্পটা নিয়ে আর কি বলবো।প্রভা আপুর লেখা শোভা আর দিলশান চরিত্র দুটোকে আমরা গল্প পড়ি যারা কম বেশি সবাই চিনি। শোভাকে পড়তে গিয়ে হাসি ঠোঁটে লেগেই থাকে।কুকুর,বিড়াল যার সঙ্গী।চরম ধান্ধাবাজ মেয়ে।দিলশানকে নাকানিচুবানি খাওয়ানোই যার লক্ষ্য। ওরে নিয়ে বলতে গেলে শেষ হবে না। আগে ওদের না পড়লেও সমস্যা নাই।এই গল্পটা সম্পূর্ণ নতুন।শুধু চরিত্রগুলো আমাদের পরিচিত। আর এই গল্পে প্রভার লেখা অস্থির একটা টিমের ক্যামিও আছে। ওদের পেয়ে ত আমি গলে গেছি। এইটা জোশ। লেখকের লেখার হাত বরাবরই চমৎকার।বোরিং হওয়ার ত কোন চান্সই নাই।এরকম গল্পগুলো পড়তে কি যে ভালো লাগে। রমকম গল্পের ফিলিংস নিতে এটা অবশ্যই পড়বেন। ❤️"
এই গল্পটা নিয়ে আর কি বলবো।প্রভা আপুর লেখা শোভা আর দিলশান চরিত্র দুটোকে আমরা গল্প পড়ি যারা কম বেশি সবাই চিনি। শোভাকে পড়তে গিয়ে হাসি ঠোঁটে লেগেই থাকে।কুকুর,বিড়াল যার সঙ্গী।চরম ধান্ধাবাজ মেয়ে।দিলশানকে নাকানিচুবানি খাওয়ানোই যার লক্ষ্য। ওরে নিয়ে বলতে গেলে শেষ হবে না। আগে ওদের না পড়লেও সমস্যা নাই।এই গল্পটা সম্পূর্ণ নতুন।শুধু চরিত্রগুলো আমাদের পরিচিত। আর এই গল্পে প্রভার লেখা অস্থির একটা টিমের ক্যামিও আছে। ওদের পেয়ে ত আমি গলে গেছি। এইটা জোশ। লেখকের লেখার হাত বরাবরই চমৎকার।বোরিং হওয়ার ত কোন চান্সই নাই।এরকম গল্পগুলো পড়তে কি যে ভালো লাগে। রমকম গল্পের ফিলিংস নিতে এটা অবশ্যই পড়বেন। ❤️
Read all reviews on the Boitoi app
চমকটা পেয়ে দারুণ খুশি হয়েছি। আমার অঅনেক পছন্দের গল্পের চরিত্ররা। শোভাকে আমি আগে পড়িনি এখানে প্রথম পড়ে ভালো লেগেছে অনেক। খুবই চমৎকার হয়েছে গল্পটা। প্রভা আপুর লেখা বরাবরই পছন্দ আমার। খুব সাবলীল আর চমৎকার লেখনী।
মিনি মনস্টার আর মতিচৃুরকে পেয়ে এত ভালো লাগল।পুরাটো সময় তাদেরকে নিয়ে ইন্জয় করেছি।শোভাকে বরাবরই আমার ভালো লাগে।শানকে প্রথম থেকেই যে নাস্তাবাবুদ টা করল।হা হা আর সারপ্রাইজটা অত্যাশিত ছিল।ওদেরকে পেয়ে এত খুশি হইছি। শেষে কমলা সুন্দরী ও টফিকে আদর❤️ এইভাবে লিখে যাও আপু।লাভ ইউ🫰🫰🫶
প্রিয় জুটিকে আলাদা করে এভাবে বিস্তারিত পড়তে পেয়ে খুব ভালো লাগছে।আর মাঝের চমকটা তো আনএক্সপেক্টেড ছিল। সব মিলিয়ে ভালোই উপভোগ করেছি। আর প্রভা আপুর লেখার হাত মাশাআল্লাহ। যা লিখে অনায়াসে পড়া যায়। ও মন ভালো করে দেয়।খুব সুন্দর হয়েছে ইবুকটা। এরকম ইবুক আরো চাই। লেখকের জন্য শুভকামনা রইল।