মেঘ রাগী স্বরে বলল, "আপনি আমাকে ধরলেন কেন! ছাড়ুন।" "তুই আমাকে ধরতে পারিস আর আমি ধরলেই সমস্যা?" "আমি ভয় পেয়েছি বলে ধরেছি। আপনি তো ভয় পাননি। আর ধরব না আপনাকে। প্রয়োজনে কড়ই গাছকে জড়িয়ে ধরব। তবুও আপনাকে ছুঁবো না।" আবির মেকি স্বরে বলল, "ধরেছিস নিজের ইচ্ছেতে, ছাড়বি আমার ইচ্ছেতে।" মেঘ আবিরের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু কোনোভাবেই পারছে না। যত চেষ্টা করছে, আবিরের হাতের বাঁধন তত শক্ত হচ্ছে। আবির মুচকি হেসে বলল, "তুই শত চেষ্টা করেও আমার হাত থেকে ছুটতে পারবি না।" মেঘ দিশাবিশা না পেয়ে বলে ওঠল, "আমি কিন্তু আপনাকে কামড় দেব।" আবির সহাস্যে বলল, "সমস্যা নেই, লোকে এটাকে লাভ বাইট ভাববে।"
"কি বলবো জানি না তবে এক কথায় বলতে গেলে অসাধারণ, আপু লেখাতে বারবারই আমি মুগ্ধ হয়, আর যেখানে আবির ভাই আর মেঘ সেখানে তো আমার কোনো কথায় নেই,এতো মুগ্ধতা নিয়ে এই দুটো জুটিকে আমি পড়ি যে আসেপাশের সবকিছু প্রায় ভুলেই যার, তবে যখন শেষ মুহূর্তে আসি তখন ইচ্ছে করে না যে এতো তাড়াতাড়ি শেষ হয়ে যাক শুধু মনে হয় ইশ্ আরেকটু যদি পড়তে পাড়তাম, আর একটু । সবশেষে বলল আপু খুব সুন্দর এবং আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে।"
আরো লিখুন আপু,,,, অনেক পছন্দের উপন্যাস এভাবে অসমাপ্ত হলে ভালো লাগে না🙃
Read all reviews on the Boitoi app
Asolai khub ee sundor hoisa...Ami first Kono ebook kine porlam ato joss....
আপু এই উপন্যাস টা অনেক বেশি সুন্দর,, 🖤 এই উপন্যাস যত পড়ি তত ভালো লাগে,🖤
অনেক সুন্দর হয়েছে। তবে আর একটু বড় হইলে আর একটু বেশিই খুশি হইতাম।😅
খুব সুন্দর হয়ছে তবে পরের পার্ট খুব তাড়াতাড়ি চাই
Golpo ta khub sundor,, but golpo ta majhkhane ken ses hoilo?
আপু বরাবরই খুব ভালো লেগেছে 😊😊😊😊😊❤❤❤❤❤
অসমাপ্ত 🥲! এখন আমার কি হবে ? 😭
Ata ki ai porjonnoi sesh. Naki aro porbo ashbe plz janaben apo.. Ashole joto pori totoi valo lage😊
Nice