ইবনে সিনা ছিলেন একজন অসামান্য প্রতিভাধর মুসলিম বিজ্ঞানী, চিকিৎসক, দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ, যিনি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছেন এবং ‘মেডিসিনের রাজপুত্র’ হিসেবে পরিচিত। তাঁর রচিত বিশ্বখ্যাত গ্রন্থ আল-কানুন ফিত্তিব্ব (The Canon of Medicine) প্রায় ছয় শতাব্দী ধরে ইউরোপ ও এশিয়ার চিকিৎসাশিক্ষার মূল ভিত্তি ছিল।