দ্য ইনটিমেট বন্ড: প্রাণীদের সঙ্গে আমাদের হাজার বছরের সহযাত্রা আধুনিক প্রত্নতত্ত্ব ও মানব ইতিহাসের বিশিষ্ট গবেষক ব্রায়ান ফাগান তাঁর দ্য ইনটিমেট বন্ড বইতে—মানুষ আর প্রাণীর সহাবস্থানের, পারস্পরিক নির্ভরতার, আর সেই বন্ধনের যে গভীর ছায়া আমাদের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির প্রতিটি স্তরে ছড়িয়ে রয়েছে, তার গল্প বলেছেন। প্রাগৈতিহাসিক যুগে নেকড়ে ও মানুষের সম্পর্ক থেকে শুরু করে কৃষিবিপ্লবের সময় গৃহপালিত পশুর আবির্ভাব, এবং আধুনিক বিশ্বের ঘোড়া, গাধা, উট, গরু ও কুকুরদের সঙ্গে মানুষের জটিল সম্পর্কের গল্প বলতে বলতে ফাগান আমাদের নিয়ে যান এক রোমাঞ্চকর অভিযানে। প্রতিটি অধ্যায়ে তিনি দেখিয়েছেন, এই প্রাণীগুলো শুধু শ্রমশক্তি বা খাদ্য সরবরাহ করেনি, বরং তারা গড়ে দিয়েছে আমাদের সমাজের কাঠামো, ধর্মীয় বিশ্বাস, ভ্রমণের পথ এবং যুদ্ধের ধরন। বইটি ইতিহাসপ্রেমী, প্রাণীপ্রেমী ও মানব-প্রকৃতি সম্পর্ক নিয়ে ভাবতে আগ্রহী প্রত্যেক পাঠকের জন্য।