আমার গল্পগুলোকে অনেকেই বলেন আকারে ছোট। হয়তো আমিই ছোটখাটো মানুষ, তাই গল্পও স্বভাবতই সঙ্কুচিত হয়ে আসে। কিংবা যুগের প্রভাবে—যেখানে মানুষ সংক্ষিপ্ত আকারেই সবকিছু পেতে চায়। যাই হোক, আমি ছোট গল্পেই স্বস্তি খুঁজে পাই। তাই এবারও রম্যের ছোট ছোট টুকরো—যেন ক্ষুদ্র অথচ পরিপূর্ণ ক্যাপসুল—গেঁথে সাজিয়েছি এই পাণ্ডুলিপি। নাম রেখেছি—‘ভালোবাসার গোল আলু’। এ শিরোনামে একটি অণুগল্পও রয়েছে বইয়ের ভেতর। আমার গল্পের অধিকাংশই মানুষের জীবন থেকে উঠে আসা। কেউ হঠাৎ কোনো হাসির বীজ বপন করলে, সেখান থেকেই জন্ম নেয় আমার গল্পের অঙ্কুর; ধীরে ধীরে তা প্রাণ পায়, আর ছানা ফোটার মতোই ফুটে ওঠে নতুন রচনা।