গল্প আমার মধ্যে এক ধরণের ঘোর তৈরি করে। গল্প লিখলে বা পড়লে আমি সামান্য হলেও আচ্ছন্নের মতো হয়ে পড়ি। খুব প্রিয় একটি গল্প যখন লিখতে বসলাম, তখন রাত দশটা বাজবে হয়তো। বেশ আগের কথা, ঠিক সময় মনে নেই। সম্ভবত গল্পটি লেখা শেষ করেই শুয়েছি। সেদিন আমি ঘরে একা ছিলাম। তীব্র ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি কখনো লাইট জ্বালিয়ে ঘুমাই না, কিন্তু সেদিন লাইট জ্বালিয়ে ঘুমালাম। তাও অস্বস্তি কাটছিল না। আমি যে ভীতু ধরণের, তা-ও না। গল্পটি এরপরেও কয়েকবার পড়েছি। রাতে পড়তে গেলেই আবার ভয় ভয় লাগে। ‘এমপি মহোদয়’ গল্পটি যখন লিখি, তখন বারবার হাসি আসার কারণে লেখা বন্ধ রাখতে হয়েছিল। অনেক পরে যখন গল্পটি আবার পড়ি, পড়তে ভালো লাগে। তখনো হাসি আটকাতে পারি না। ‘ফজু মিয়া’ গল্পটি পড়লে হৃদয়ে এক ধরণের বেদনা ও মমত্ববোধ অনুভব করি। এই সংকলনটিতে গল্প রেখেছি মোট ১১টি। আশা করি পাঠক/পাঠিকা গল্পগুলো পড়ে ভালো বোধ করবেন, ইন শা আল্লাহ।