নিরন্তর ছুটে চলা এক জীবন। জীবনের ভাঁজে ভাঁজে থাকে আনন্দ, থাকে বেদনা। একটার পরে একটা। তারপরে আরো একটা। এভাবেই। যেন ঘূর্ণায়মান চক্র। এই চক্র আমাদের নিজেকে, নিজের স্বত্বাকে বদলে দেয় সময়ের সাথে। ঝড়ো হাওয়ায় যেমন সবকিছু বদলে যায়। শত ব্যস্ততা। কত কথার ফোয়ারা। হাসি-আনন্দ-বেদনা। ঘূর্ণায়মান চক্র। ছুটে চলছি। চলছিই। রুহের নিশ্চুপ আহ্বান, শুধুই আকুতি আজ। কিছু বলতে চায় সে। কিন্তু সেই সময়? সুযোগ? দিব না আমরা, পণ করেছি! মাওলানা জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলেহ বলেছেন, এবার তুমি থামো, তোমার ভেতরে যে কথা বলতে চায়, তাকে বলতে দাও। … জীবনকে নতুন করে সাজাতে, গুছিয়ে নিতে হলে কখনো কখনো থমকে দাঁড়াতে হয়। আত্মপর্যালোচনা করতে হয়। আত্মপর্যালোচনা ছাড়া একঘেয়ে চলতে থাকলে পথ হারিয়ে মানুষ জড়িয়ে যায় গোলকধাঁধার চক্রে। আত্মপর্যালোচনা, নিজেকে নিয়ে নতুন করে ভাবা মনোবল বৃদ্ধি করে। প্রকৃত সফলতার পথে অনেকখানি এগিয়ে দেয়। বইটিতে আত্মপর্যালোচনা ও সফলতার পথে নিজেকে পোক্ত করার অনেক পাথেয় শব্দের গাঁথুনিতে সংকলিত হয়েছে। আনন্দময় ভ্রমণ দৃশ্যের মত থরে থরে সাজিয়ে। খুবই মনোগ্রাহী ও রুহানী সেই ভ্রমণ। পড়ে দেখার নিমন্ত্রণ রইলো।