ছোটদের রাজনীতি ও ছোটদের অর্থনীতি জাতীয় বইয়ের প্রায় প্রতি সংস্করণেই কিছু না কিছু সংযোজন ও সংশোধন প্রয়োজন হয়ে পড়ে। ছোটদের রাজনীতির আগের দুটি সংস্করণের একটিতে 'সোভিয়েত সমাজতন্ত্রের বিফলতার কারণ' নামে একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে। পরের সংস্করণে 'জাতীয়তাবাদ, মৌলিকতাবাদ ও সাম্প্রদায়িকতা' নামে আরেকটি প্রয়োজনীয় অধ্যায় যোগ করা হয়েছে। এবার নতুন অধ্যায় না থাকলেও ল্যাটিন আমেরিকা, আফ্রিকার মুক্তি সংগ্রামের সাফল্য এবং বাংলাদেশের সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন ছিল। আমার অসুস্থতার কারণে এই সংযোজনের দায়িত্ব আমি আমার স্নেহভাজন, রাষ্ট্রবিজ্ঞানের তরুণ অধ্যাপক ড. শোভনলাল দত্তগুপ্তের হাতে ছেড়ে দিই, এবং তিনি অত্যন্ত মনোযোগ ও সতর্কতার সঙ্গে এই সংস্করণের গোটা প্রেসকপি তৈরি করেছেন।