মদীনা সনদ একটি সংবিধানই নয়, একটি ছন্নছাড়া জাতির উম্মাহ হয়ে ওঠার উপাখ্যান। জাহেলিয়াতকে অতিক্রম করা পরিশোধিত রাষ্ট্রের লিখিত ইশতেহার। পৃথিবীর মানুষের প্রতি মানবিক এবং সহিষ্ণু রাষ্ট্রের ঘোষণাপত্র! বইটি লেখা হয়েছে মদীনা সনদকে উপজীব্য করে। প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রচিন্তার ব্যাপ্তিটা বোঝার ক্ষেত্রে বইটি সহায়ক ভূমিকা রাখবে। স্বতন্ত্র ভাষাশৈলী আর তথ্যকে নির্ভর করেই লেখা হয়েছে প্রতিটি লাইন। গ্রন্থের সর্বশেষ অক্ষরটিতে চোখ রাখার প্রাক্কালে পাঠক একটি সারাংশের মুখোমুখি হবেন বলেই বিশ্বাস করি।