রাজা একদিন সভাসদদের উদ্দেশে প্রশ্ন করলেন—“ডাক্তারের সংখ্যা বেশি, নাকি রোগীর সংখ্যা বেশি?” সভাসদরা একবাক্যে উত্তর দিলেন, রোগীর সংখ্যাই বেশি। কিন্তু গোপাল ভাঁড় এক ভিন্ন উত্তর দিলেন—তার মতে, ডাক্তারের সংখ্যাই বেশি। পরদিন সে অসুস্থ হওয়ার ভান করে রাজদরবারে হাজির হলো। অসুখের ধরন শুনে রাজা থেকে শুরু করে উজির-মন্ত্রী সবাই নিজ নিজ মতামত জানাতে লাগলেন—কেউ বলল, এটা খেতে হবে, কেউ বলল, ওটা মাখতে হবে। মুহূর্তেই প্রমাণ হয়ে গেল, ডাক্তারের সংখ্যাই আসলে বেশি। এই ঘটনাই আমাদের এক গভীর সত্যের দিকে ইঙ্গিত করে—মানুষ নিজের মত প্রকাশ করতে স্বাভাবিকভাবেই আগ্রহী। তবে পত্র-পত্রিকার সীমিত পরিসরে সবার মতামত ছাপা সম্ভব নয়। তাই অনেকে আশ্রয় নেয় ব্লগের মতো উন্মুক্ত মাধ্যমে। সেখানেই গড়ে ওঠে লেখক ও পাঠকের নতুন সম্পর্ক। তবে ব্লগ মানেই কি শুধু নাস্তিকদের আড্ডা? একমাত্র ধর্ম নিয়ে গালাগালি? উত্তর হচ্ছে—না। পরিবার, সমাজ, দেশ, রাজনীতি, বিজ্ঞান কিংবা সাহিত্য—জীবনের প্রায় প্রতিটি দিক নিয়েই ব্লগে লেখা হয়। এই বহুমাত্রিক চিন্তার ভুবনই আজকের ব্লগস্পেসকে করে তুলেছে আধুনিক যুগের এক অনন্য মুক্তমঞ্চ।