সালাত কোনো আনুষ্ঠানিকতা নয়, নয় কেবল দিনের নির্দিষ্ট সময়ে সেরে ফেলা কিছু নিয়মতান্ত্রিক কাজ। বরং সালাত হলো বান্দা আর তার রবের মধ্যে গভীরতম যোগাযোগের এক অনন্য মাধ্যম। এটি সেই মুহূর্ত, যখন অন্তর ভেঙে বিগলিত হয়ে মানুষ সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর সান্নিধ্য অনুভব করে। কিন্তু বাস্তবতা কি এমনই? কতবার আমরা সালাতে দাঁড়িয়েছি, অথচ মন ছিল অন্য কোথাও? কতবার ভেবেছি—মনোযোগ হারানো কোনো বড় বিষয় নয়? কতবার সালাতকে ভারী মনে হয়েছে, এমনকি বিরক্তিকরও? কতবার আমরা উদাসীনতা আর আলস্য নিয়ে সালাতে দাঁড়িয়েছি, আর শয়তানের ফাঁদে ধরা দিয়েছি? শয়তান কতবার আমাদের মনোযোগ ছিনিয়ে নিয়ে বিজয়ের হাসি হাসে, অথচ আমরা টেরও পাই না। এভাবেই ধীরে ধীরে আমরা সেই সৌন্দর্য, সেই মাধুর্য হারিয়ে ফেলেছি—যা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুশীতলতা, আর আমাদের পূর্বসূরিদের হৃদয়ের শান্তি। এই বই “মনের মতো সালাত” আপনাকে সেই হারানো স্বাদ খুঁজে পেতে সাহায্য করবে, ইন শা আল্লাহ। এটি হবে এক যাত্রার আমন্ত্রণ—সালাতে উদাসীনতা থেকে মুক্ত হয়ে প্রকৃত খুশু ও মনোযোগের দিকে অগ্রসর হওয়ার যাত্রা।