বইটি লেখার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে, ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানে শক্তির উৎস ও আবিষ্কার সম্পর্কে জানানো। পাশাপাশি তাদেরকে শক্তি বিজ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেয়া। যাতে তারা শক্তি বিজ্ঞান সম্পর্কে জানতে পারে। শক্তি প্রধানত দুরকমÑ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ও পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। আমরা শক্তি দিয়ে যা-ই করি না কেন শক্তি সর্বদা শক্তিই থেকে যায়Ñতার বিলুপ্তিও নেই, সৃষ্টিও নেই। তা কেবল রূপ পরিবর্তন করে। শক্তির এ বৈশিষ্ট্যই শক্তির অবিনাশীতাবাদ নামে পরিচিত। শক্তি হয় পাঁচ ধরনেরÑরাসায়নিক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তি ও পারমাণবিক শক্তি। তাপ, আলো, শব্দ, বিদ্যুৎ প্রভৃতি নানা ধরনের শক্তি নিয়ে যে বিজ্ঞানের গবেষণা তার নাম তাপ-বিজ্ঞান, আলোক-বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, তড়িৎ-বিজ্ঞান এবং এ সবগুলোর সমন্বয়েই হয়েছে শক্তি বিজ্ঞান। আশা করি বইটি স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের শক্তি বিজ্ঞান সম্পর্কে জানার কৌতূহল নির্বারণে সক্ষম হবে।