একদিন সেই মুহূর্তটা এলো, হেমন্তের কোমলতা ফুরোলো, মোহাচ্ছন্নতাও ঘুচল। সম্পর্কের মধ্যে চৈত্রের খরা লেগে গেল, আমি তৃষ্ণায় ছটফট করতে লাগলাম। ভোরের আকাশের ইস্পাত-ধূসর রং-ও যেন ঝিম মেরে গেল তোমার আন্না দেখে। মনের কোণে সন্ধ্যার কালি জমতে জমতে আমি এখন নিবু নিবু সলতে হয়ে জ্বলছি। কী অপার্থিব অন্ধকার চারিদিকে!