প্রিয়তু শ্যামাকে জানছি বেশ কিছু দিন ধরে। এর মধ্যেই তাঁর লেখা ছোটোগল্প, উপন্যাস এবং কবিতা সংকলনের সঙ্গে খুব নিবিড়ভাবে সখ্যতার সুযোগ হয়েছে। ছোটোগল্প, উপন্যাস এবং কবিতা, তিন শাখায়ই তিনি সমানভাবে হেঁটে চলেন। তাঁর কবিতা পড়ে যে-কেউ মেনে নিতে বাধ্য হবেন, গল্প-উপন্যাসের মতো তিনি খুব ভালো কবিতাও লেখেন, যা তাঁর পূর্বে প্রকাশিত 'আমার আকাশে শরৎ আসে না' কাব্যগ্রন্থটি দিয়ে প্রমাণ করেছেন। ছোটোগল্প এবং উপন্যাসের মতো করে তিনি কীভাবে কবিতার গভীরতায় এমনিভাবে নিজেকে নিমজ্জিত করাতে পারেন, তা ভাবতে বসলে পাঠকরা কিছুটা আশ্চর্যই হবেন বইকি! 'জীবন জমিনের যত হিসেব' কাব্যগ্রন্থটি তাঁর পূর্বের বইয়ের ন্যায় পাঠকের মনের দ্বারে পৌঁছে দেবে বলে আমার বিশ্বাস।