যুগে যুগে বহু কবি, উপন্যাসিক, নাট্যকার বাংলা ভাষার রূপ, শোভা ও সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। হাজার বছর আগে জন্ম নেওয়া এই বাংলা ভাষার অবস্থান বিশ্বমাঝে আজও সুদৃঢ় রয়েছে। বাংলায় সাহিত্য চর্চার মান ও মর্যাদা বহুগুণে বাড়িয়ে তুলতে পারে, এবং ভাষার প্রতি সৃষ্টি হয় ভালোবাসা, যা সচেতনতা বাড়ায়। দিনে দিনে ভাষা হয়ে ওঠে সুন্দর ও সাবলীল, এবং বাংলা ভাষার ঐশ্বর্য এতই বিশাল ও বিস্তৃত যে, সে আলোয় আলোকিত আজ কোটি বাঙালি দেশে ও বিদেশে। আমাদের মাতৃভূমি বাংলাদেশের জন্মের ইতিহাসে ভাষা ও সংস্কৃতির অবদান অসামান্য, এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার আবেশে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলা ভাষায় রচিত আমাদের কবিতাগুলো আজ "কিশলয়" শিরোনামে সকলের প্রতি নিবেদন করছি।