আমার প্রথম লেখালেখির সূচনা আত্মভোলা চেতনার মধ্য দিয়ে ঘটে। প্রাইমারির গণ্ডি পেরিয়ে মাধ্যমিকের ঊষালগ্নেই কাব্য জীবনের দ্বার উন্মোচিত হয়। বই পড়া, কবিতা লেখা এবং আবৃত্তি করা আমার নেশায় পরিণত হয়। হাতে টাকা পেলেই আমি বই কিনতাম, যদিও পরীক্ষার রাতে কবিতা আবৃত্তি করতে গিয়ে বাবা-মায়ের বকুনি খেয়েছি। 'অমর একুশে গ্রন্থমেলা ২০২১' সালে 'প্রতীক্ষা' নামক আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, এবং যদি এটি পাঠকের মনে রেখাপাত করে, তবেই আমার লেখার স্বার্থকতা।